দুবাই, ৮ ডিসেম্বর(হি.স.): আইসিসি বিশ্বকাপের সব কেন্দ্রের পিচ রিপোর্ট সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে আমদাবাদের পিচকে অ্যাভারেজ বলা হয়েছে। গড় রেটিং পেয়েছে ওই মাঠের পিচ। একই স্কোর করেছে ইডেনের দ্বিতীয় সেমিফাইনালের পিচও পেয়েছে গড় রেটিং।
আইসিসি-র তালিকায় কোনও মাঠ খারাপ রেটিং পাইনি। মুম্বইয়ে প্রথম সেমিফাইনাল ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের খেলা পিচকেও খুব ভাল বলা হয়েছে। সেই পিচ ১০ স্কোরের মধ্যে নয় পেয়েছে ।
আইসিসি বিশ্বকাপের জন্য মোট ৭টি পিচকে রেটিং দিয়েছে। এর মধ্যে ফাইনালসহ ৫টি পিচ ‘গড় রেটিং’ পেয়েছে। দুটি পিচ ভাল রেটিং অর্জন করেছে। ফাইনালের জন্য পিচ রেটিং দিয়েছেন আইসিসি ম্যাচ রেফারি এবং প্রাক্তন জিম্বাবোয়ের ব্যাটসম্যান অ্যান্ডি পাইক্রফট। দ্বিতীয় সেমিফাইনালের উইকেট রেটিং দেন ভারতের প্রাক্তন ফাস্ট বোলার জাভাগল শ্রীনাথ।