ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর।। রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়ার অঙ্গ হিসেবে টেবিল টেনিস টুর্নামেন্ট আজ শুক্রবার শেষ হয়েছে। রাজধানীর এনএসআরসিসি-তে টেবিল টেনিস হল-এ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অল ত্রিপুরা স্টেট স্কুল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব ১৯ বালক বিভাগে গোমতী জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। দলের হয়ে যারা খেলেছে সায়ন মজুমদার, সোমরাজ তলাপাত্র, সোমরাজ দেব, কৌশিক দেবনাথ, আয়ুষ দাস। রানার্স হয়েছে পশ্চিম জেলা দল। পশ্চিম জেলার হয়ে যারা খেলেছে দেবার্পন কুন্ডু, দেবজ্যোতি পাল, ঋতুরাজ দাস ও শঙ্খজিৎ রায়। অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে পশ্চিম জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। দলের হয়ে যারা খেলেছে দেবার্ঘ আইচ, আদিত্য পাল, প্রমিজ দাস, স্বপ্ননীল রায়, সাইজাক দেববর্মা। রানার্স হয়েছে গোমতী জেলা দল। দলের হয়ে যারা খেলেছে শুভদীপ দাস, বিশাল মজুমদার, অখিল ঘোষ, শুভদীপ চৌধুরী, আমন দেবনাথ। অনূর্ধ্ব ১৪ বালক বিভাগে সিপাহীজলা জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। দলের হয়ে যারা খেলেছে দেবজিত নমঃ, সমরজিৎ দে, আকাশ দাস, দেবজিৎ আচার্য, অভিজিৎ দাস। রানার্স হয়েছে পশ্চিম জেলা দল। দলের হয়ে যারা খেলেছে শুভ্রায়ন রায়, ঋষান দাস, সম্রাট বৈদ্য, মৃন্ময় সরকার। অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে পশ্চিম জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। দলের হয়ে যারা খেলেছে সুজাতা পাটারি, আরাধ্যিতা চক্রবর্তী, পিউলী মল্লিক, এলিনা খান, অনামিকা দেবনাথ। রানার্স হয়েছে দক্ষিণ জেলা দল। দলের হয়ে যারা খেলেছে পুষ্পা বিশ্বাস, তানিয়া রায়, সংগীতা দাস। অনূর্ধ্ব ১৪ বালিকা বিভাগে পশ্চিম জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। দলের হয়ে যারা খেলেছে শবরী রায় বর্মন, সিন্ধুজা দে, শ্রেয়সী রায়, জেনী রায়, অঙ্গনা বন্দ্যোপাধ্যায়। রানার্স হয়েছে সিপাহীজলা জেলা দল। দলের হয়ে যারা খেলেছে শর্মিষ্ঠা দাস ও সুপ্রিয়া নমঃ।
2023-12-08