: বিজয় মার্চেন্ট ট্রফি : ওড়িশার কাছেও প্রত্যাশিতভাবেই ইনিংসে হার ত্রিপুরার

ত্রিপুরা-‌ ৮২, ৮২

ওড়িশা-‌২২৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর।। পরাজয় ছিলো নিশ্চিত। দেখার ছিলো শেষ দিনে কতটা লড়াই ছুড়ে দিতে পারে ত্রিপুরার শেষ তিন ব্যাটসম্যান। শুক্রবার ম্যাচের স্থায়িত্ব ছিলো মাত্র ৩৫ মিনিট। ওই ৩৫ মিনিটে ৮ ওভার ব্যাট করে ১৪ রান করার ফঁাকে শেষ ২টি উইকেট হারায় ত্রিপুরা। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ইনিংসে হারলো ত্রিপুরা। এবার ওড়িশার বিরুদ্ধে। ত্রিপুরা হারলো ইনিংস এবং ৬০ রানে। অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। অসমের মঙ্গলদৈ স্পোর্টস অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার ৮২ রানের জবাবে ওড়িশা প্রথম ইনিংসে ২২৪ রান করেছিলো। ১৪২ রানে পিছিয়ে থেকে ত্রিপুরা দ্বিতীয় ইনিংসেও ৮২ রান করতে সক্ষম হয়। দ্বিতীয় দিনেই শেষ হয়ে যেতো ত্রিপুরার ইনিংস। যদি না শেষ ১ ঘন্টা মন্দালোর জন্য খেলা বন্ধ থাকতো। শুক্রবার ভোরে বৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা পর খেলা শুরু হয়। ৮ উইকেটে ৬৮ রান নিয়ে খেলতে নেমে ত্রিপুরা মোট ৮২ রান করতে সক্ষম হয়। রিয়াদ হুসেন ৫৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রানে অপরাজিত থেকে যায়। ওড়িশার পক্ষে যোগেশ্বর বাগ ১৮ রান দিয়ে ৫ টি উইকেট দখল করে। ইনিংসে জয় পাওয়ায় বোনাস সহ ৭ পয়েন্ট পেলো ওড়িশা। দুই ম্যাচ থেকে ত্রিপুরার ঝুলিতে এলোনা একটিও পয়েন্ট। ১১-‌১৩ ডিসেম্বর ত্রিপুরা তৃতীয় ম্যাচ খেলবে গোয়ার বিরুদ্ধে। গুয়াহাটিতে হবে ম্যাচটি। পর পর দুই ম্যাচে ইনিংসে পরাজিত হয়ে মানসিকভাবে পিছিয়ে ত্রিপুরার ক্রিকেটাররা। ওই অবস্থায় গোয়ার বিরুদ্ধে কতটা লড়াই ছুড়ে দিতে পারবে তা সময়ই বলবে।