দক্ষিণ ২৪ পরগনা, ৮ ডিসেম্বর (হি.স.): বাজারে বাইকের জন্য সন্ধান মিলল দক্ষিণ ২৪ পরগনা জেলায়। নামি এক কোম্পানির স্টিকার লাগিয়ে বিক্রি করা হচ্ছিল ১০০ লিটার মোবিল। এই ঘটনায় ১ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।
ডায়মন্ড হারবার থানার নগেন্দ্র বাজার এলাকার এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নামি কোম্পানির স্টিকার লাগিয়ে নকল মোবিল বিক্রি করছিল। এরপরেই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়, সংশ্লিষ্ট কোম্পানির পক্ষ ।
ডায়মন্ড হারবার থানার পুলিশ শুক্রবার নগেন্দ্র বাজার এলাকার মা তারা অটো পার্টস নামে একটি দোকানে অভিযান চালায়। সেখানেই প্রায় ১০০ লিটার নকল মোবিল উদ্ধার করা হয়। পাশাপাশি দোকানের মালিককে গ্রেফতার করে ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।