আগামী ১২ ডিসেম্বর থেকে রাজ্যের ২০টি জনজাতি সংরক্ষিত বিধানসভা আসনে পাঁচ দিবসীয় বিস্তারক যোজনা কার্য্যক্রমের সূচনা : ডাঃ মানিক সাহা

আগরতলা, ৭ ডিসেম্বর: আগামী ১২ ডিসেম্বর থেকে রাজ্যের ২০টি জনজাতি সংরক্ষিত বিধানসভা আসনে পাঁচ দিবসীয় বিস্তারক যোজনা কার্য্যক্রমের সূচনা হতে চলেছে। লোকসভা নির্বাচনকে ঘিরে এটাই বিজেপির অন্যতম প্রধান কর্মসূচি। আজ দলীয় মুখ্য কার্যালয়ে সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

 এদিনের বৈঠকে উপস্হিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের, মন্ত্রী শান্তনা চাকমা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন, মন্ত্রী বিকাশ দেবর্বমা সহ অন্যান্যরা।

এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগামী ১২ ডিসেম্বর থেকে রাজ্যের ২০টি জনজাতি সংরক্ষিত বিধানসভা আসনে পাঁচ দিবসীয় বিস্তারক যোজনা কার্য্যক্রমের সূচনা হতে চলেছে। এই কার্য্যক্রমকে সামনে রেখে বিভিন্ন স্তরের নেতৃত্বদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠকের আয়েজন করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করে ত্রিপুরার দুটি আসনে জয়ী হওয়াই একমাত্র লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *