নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের পদত্যাগপত্র গ্রহণ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তাঁরা গতকালই লোকসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। বৃহস্পতিবার সকালে সংসদে স্পিকার এই ঘোষণা করেন। মধ্যপ্রদেশের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে এই দুই নেতা জয়ী হয়েছেন।
এছাড়া আরও সাতজন বিজেপি সাংসদ লোকসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন এবং তাঁদের পদত্যাগপত্রও গৃহীত হয়েছে। তারা হলেন রাকেশ সিং, উদয় প্রতাপ সিং, রিতি পাঠক, কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠোর, দিয়া কুমারী, অরুণ সাও এবং গোমতি সাই। এই সাংসদরাও বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন।

