নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৭ ডিসেম্বর: নিজ ঘর থেকে উদ্ধার হয়েছে পঞ্চাশ ঊর্ধ্ব এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ব্যক্তির নাম বিকাশ সরকার(৫০)। তার বাড়ী কৈলাসহর পশ্চিম গোবিন্দপুর ১০ নং ওয়ার্ড এলাকায়।
ঘটনার বিবরণে মৃত ব্যাক্তির স্ত্রী জানিয়েছেন, বিগত এক সপ্তাহ ধরে বিকাশ সরকার আকণ্ড মদ্যপান করে এসে বাড়িতে অকারণে তাণ্ডব চালায়। পাশাপাশি ঘরের উনুন জ্বালাতে দিত না। যার ফলে ওদের খাওয়া-দাওয়া সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। আজ সকাল বেলা কল্পনা সরকার ভাত রান্না করতে গেলে বিকাশ সরকার রান্না করতে বাধা দেয়তার স্ত্রীকে। এমন কি রান্না ঘর থেকে বিকাশ সরকার তার স্ত্রীকে বের করে দিয়ে রান্না ঘরের দরজা বন্ধ করে দেয়।
তার স্ত্রী কিছু সময় পরে রান্না ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ জাগলে তিনি দরজা খুলে দেখতে পান যে উনার স্বামী ঝুলন্তু অবস্থায় রয়েছে। এরপর তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায়। তবে বিকাশ সরকার কেন আত্মহত্যার পথ বেছে নিল তা এখনো জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর থানার বিশাল পুলিশ ও টি এসআর বাহিনী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারন জানা যাবে।