ভারতের পণ্য সেক্টর প্রথমবারের মতো রফতানির ক্ষেত্রে পরিষেবাকে ছাড়িয়ে গিয়েছে : অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): ‘মেক ইন ইন্ডিয়া’-র সাফল্যের কারণে, ভারতের রফতানিতে পণ্যের অংশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বললেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

বৃহস্পতিবার নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় ইলেকট্রনিক ও আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের পণ্য সেক্টর প্রথমবারের মতো রফতানির ক্ষেত্রে পরিষেবাকে ছাড়িয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া উদ্যোগের কারণে তা সম্ভব হয়েছে। তিনি বলেন, গত অর্থবছরে রফতানি ৭৬২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। পণ্য (মার্চেন্ডাইজ) রফতানি হয়েছে ৪৫৩ বিলিয়ন ডলার, সার্ভিস রফতানি হয়েছে ৩০৯ বিলিয়ন ডলারে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ভারত শীঘ্রই এক ট্রিলিয়ন ডলারের রফতানিতে পৌঁছবে। মন্ত্রী বলেন, মেক ইন ইন্ডিয়ার কারণে মোবাইল ফোন রফতানি সামগ্রিক রফতানিতে চতুর্থ স্থানে পৌঁছেছে। তিনি বলেন, গত অর্থবছরে দেশে ১১ বিলিয়ন ডলারের বেশি মূল্যের মোবাইল ফোন রফতানি হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে উৎপাদন সেক্টরকে উন্নীত করতে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সূচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *