নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ ডিসেম্বর: দুর্গাপূজার পর থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে পশ্চিমী সংস্কৃতির অন্তরালে নানা বেআইনি কাজকর্ম অব্যাহত রয়েছে। সবকিছু জেনেশুনেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। তাতে সামাজিক অবক্ষয়ের ঘটনা ঘটে যাওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। কোন ধরনের অঘটন ঘটে গেলে এর দায় পুলিশ এড়াতে পারবেনা। এদিকে, অর্কেস্ট্রারের নামে থানার অন্তর্গত বিভিন্ন এলাকাতে উশৃংখলতা চলছে। ঠিক এর পাশাপাশি প্রায় প্রতিদিন চলছে ঝান্ডি মুন্ডা জুয়ার আসর। এমনটাই অভিযোগ স্থানীয়দের তরফে। এতে তেলিয়ামুড়া থানার ভূমিকা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
তবে রঙ্গিয়াটিলা, তুইমধু সহ লক্ষীরাম হাটি এলাকার সমাজ সচেতন একাংশ মানুষ নিজেরা ঐক্যবদ্ধ হয়ে এই প্রকারের অনাচারকে বন্ধ করার জন্য উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছেন। এলাকাবাসীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এলাকাবাসীর তরফ থেকে গত ৩ ডিসেম্বর তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ লিপিবদ্ধ করে অর্কেস্ট্রারের আসর বন্ধ করার জন্য আবেদন জানায়।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছিল ব্যাবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এতদিন অতিক্রম হতে চললেও তেলিয়ামুড়া থানার পুলিশ কোন ভূমিকা গ্রহণ করেনি বলে অভিযোগ। উশৃংখল আচরণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।