চেন্নাই, ৭ ডিসেম্বর (হি.স.): জমা জলের যন্ত্রণা থেকে এখনও রেহাই পেল না চেন্নাই। ঘূর্ণিঝড় শক্তি হারিয়েছে, অথচ সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির জল বৃহস্পতিবারও নাজেহাল করে তুলেছে চেন্নাইয়ের মানুষজনকে। চেন্নাই শহরের কোথাও হাঁটু, আবার কোথাও কোমর পর্যন্ত জল জমে রয়েছে। ডুবে রয়েছে একটি পেট্রোল পাম্পও। জনহীন অবস্থায় পড়ে রয়েছে পেট্রোল পাম্পটি।
চেন্নাইয়ের গুবেরান নগরের মাদিপাক্কাম এলাকার কিছু এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। চেন্নাই শহরের জেরুজালেম কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এখনও জলমগ্ন। চেন্নাইয়ের পল্লীকর্ণাই এলাকা এখনও জলের তলায়। এরইমধ্যে স্বস্তি বিষয় হল, চেন্নাইয়ের কিছু এলাকা থেকে ধীরে ধীরে জল নামছে।