আগরতলা, ৭ ডিসেম্বর: প্রেমিকার ভাইয়ের হাতে মার খেয়ে বিষ পানে আত্মহত্যা করেছে সতের বছর বয়সের এক নাবালক। এমনটাই অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। পরর্বতী সময়ে থানায় মামলা দায়ের করে সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন পুত্রহারা পিতা।
খোয়াইয়ের বাসিন্দা মৃতের পিতা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁর ছেলে সায়ন ভদ্রের সাথে জনৈক নাবালিকার ভালবাসার সম্পর্ক ছিল। কিন্তু কোনো এক বিষয়কে কেন্দ্র করে প্রেমিকার ভাইয়ের হাতে নিগৃহীত হয়েছিল সায়ন বলে অভিযোগ।
এদিন তিনি আরও জানিয়েছেন, গতকাল ভোর রাতে সায়ন তাঁর বাবাকে পেট ব্যথা হচ্ছে বলে জানায়। সাথে সাথে তাঁর পরিবারের সদস্যরা তাকে খোয়াই হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তখন সে তাঁর পরিবারের সদস্যদের জানিয়েছেন সে বিষ পান করেছেন। সেখানকার হাাপাতালের কতর্ব্যরত চিকিৎসক তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না, আজ সকাল সাড়ে ছয়টা নাগাদ জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সায়ন। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদেী হাতে তুলে দেওয়া হয়েছে।
ঘাতী নাবালক প্রেমিক জিবি হাসপাতালে করা হয় ময়নাতদন্ত ছেলের হারা বাবা সুষ্ঠু বিচারে দাবি জানিয়েছেন।