তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এ রেবন্ত রেড্ডি, উপ-মুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমর্ক, অভিনন্দন প্রধানমন্ত্রীর


হায়দরাবাদ, ৭ ডিসেম্বর (হি.স.): তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন কংগ্রেস এ রেবন্ত রেড্ডি। বৃহস্পতিবার দুপুরে হায়দরাবাদের লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি এ রেবন্ত রেড্ডি। তেলেঙ্গানার উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভাট্টি বিক্রমর্ক। এছাড়াও কয়েকজন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তাঁরা হলেন- উত্তম কুমার রেড্ডি, সি দামোদর রাজনারসিমহা, কোমাতিরেডি ভেঙ্কট রেড্ডি এবং ডি. শ্রীধর বাবু।

আরও যাঁরা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাঁরা হলেন-পঙ্গুলেতি শ্রীনিবাস রেড্ডি, পোনম প্রভাকর, সুরেখা কোন্ডা, অনসূয়া সীতাক্কা, তুম্মলা নাগেশ্বর রাও এবং জুপেলি কৃষ্ণা রাও। সবাইকে শপথবাক্য পথ করিয়েছেন তেলেঙ্গানার রাজ্যপাল ডঃ তামিলিসাই সৌন্দররাজন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস পার্লামেন্টারি পার্টির (সিপিসি) চেয়ারপারসন সোনিয়া গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা বঢরা প্রমুখ।
উল্লেখ্য, ১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানা বিধানসভায় ৬৪টি আসন জিতে রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে কংগ্রেস। ভারত রাষ্ট্র সমিতি ৩৯টি আসন পেয়েছে এবং বিজেপি আটটি আসন জিতেছে। তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।