দিল্লিতে আবহাওয়া কোনও উন্নতি নেই, জাতীয় রাজধানী বুধেও দূষণের কবলে

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে আবহাওয়ার কোনও উন্নতি হল না। বুধবারও দূষণের কবলেই থাকল রাজধানী দিল্লি। আগের দিনের তুলনায় বুধবার অবশ্য সামান্য উন্নতি হয়েছে আবহাওয়ার। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়ার তথ্য অনুসারে, দিল্লির আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৯১, ইন্দিরা গান্ধী বিমানবন্দর এলাকায় ২৭৯, আইটিও-তে ২৫২ এবং নারেলা এলাকায় ২৮৩।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১১ ডিসেম্বরের মধ্যে দিল্লিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে, সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। ফলে দিল্লিতে দূষণ এখনই কমবে না বলে মনে করা হচ্ছে। তবে, গত সপ্তাহে যে পরিমাণ দূষণ ছিল, তা এই সপ্তাহে অনেকটাই কমেছে।