রাজৌরিতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, আহত ২২ জন

রাজৌরি, ৬ ডিসেম্বর (হি.স. ) : জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় জাতীয় সড়কে সড়ক পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং ২২ জন আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার।

তথ্য অনুযায়ী, মানজাকোট থেকে রাজৌরিগামী একটি বাস রাজৌরি শহরের কাছে থান্ডিকাসি গ্রামের রাধাস্বামী আশ্রমের কাছে উল্টে যায়। বাসটি উল্টে যাওয়ার আগে দুটি গাড়িকে ধাক্কা দেয়। বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ৩০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান এবং ২২ জন আহত যাত্রীকে রাজৌরির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ১২ জন ছাত্র যারা স্কুলে যাচ্ছিল।

জিএমসি অ্যাসোসিয়েটেড হাসপাতালের রাজৌরির মেডিক্যাল সুপারিনটেনডেন্ট, ডাঃ মাহমুদ এইচ বাজার জানান, আহত বাইশ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।