নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া ,৬ ই ডিসেম্বর : বিলোনিয়ায় দুই যুবক খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে শোক মিছিল সংগঠিত হল আজ। বিলোনীয়া গেরেজ টিলা এলাকায় অভিজিৎ দে ও আশীষ মজুমদার এই দুই যুবকের খুনে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়ে ত্রিপুরা ট্রাক ডাইভার মজদুর সংঘ শোক মিছিল সংগঠিত করে।
আজ সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ বনকর নদীর উত্তর পাড়স্থিত দক্ষিণ ত্রিপুরা বিলোনিয়া মহকুমা ত্রিপুরার ট্রাক ড্রাইভার মজদুর সংঘের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় শোক মিছিল।
মজদুর সংঘের নেতৃত্ব ও কার্যকর্তারা প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে বনকর নদীর উত্তর পাড়ের বিভিন্ন পথ পরিক্রমা করার পর মজদুর সংঘের কার্যালয়ের সামনে এসে এই শোক মিছিল শেষ করেন। এই দিনের আয়োজিত শোক মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা বিলোনিয়া মহকুমার ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের নেতৃত্বরা।