সংবিধান প্রণেতার প্রতি শ্রদ্ধা নিবেদন মায়াবতীর

লখনউ, ৬ ডিসেম্বর (হি.স.) : সংবিধান প্রণেতার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানান বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। তিনি শ্রদ্ধা জানিয়ে বুধবার বলেন, সংবিধান শ্রষ্ঠা বা স্বাধীনতা সংগ্রামী ভিমরাও আম্বেদকর ভাবতেও পারেননি যে, দেশের ৮১ কোটিরও বেশি দরিদ্র মানুষ স্বাধীনতার পরও বিনামূল্যে প্রাপ্ত খাদ্যশস্যের উপর নির্ভরশীল হবে, এই কথা উল্লেখ করে মায়াবতী কেন্দ্রীয় সরকারের ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সমালোচনা করেন।

বুধবার আম্বেদকরকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে বিএসপি প্রধান আরও বলেন, সংবিধান সঠিকভাবে বাস্তবায়িত হলে দরিদ্র, শ্রমিক, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং মধ্যবিত্তের অবস্থার যথেষ্ট উন্নতি হতে পারত। বুধবার সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে তিনি লেখেন, “১৪০ কোটির শক্তিশালী ভারতের গরীব, শ্রমিক, দলিত, আদিবাসী ও অনগ্রসর শ্রেণীর মানুষদের মশীহা দেশের মানবিক সংবিধানের স্থপতি, ভারতরত্ন বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে তাঁর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা।”