বিকল্প জ্বালানি ও জৈব জ্বালানির প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ সরকার : নীতিন গড়করি

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : বিকল্প জ্বালানী এবং জৈব জ্বালানী প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ সরকার এবং এই লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার সংসদে এমনটাই জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে উত্তর দিতে গিয়ে গড়করি বলেন, দেশে ইথানল পাম্প স্থাপন করা হচ্ছে এবং ই-বাহন ও হাইড্রোজেন গাড়ির প্রচার করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশে ফ্লেক্স-ফুয়েল ইথানল চালিত গাড়ি চালু হয়েছে। মন্ত্রী আরও বলেন, জেসিবি দ্বারা হাইড্রোজেন চালিত কনস্ট্রাকশন মেশিনও চালু করা হয়েছে এবং খুব শীঘ্রই নির্মাণ কাজে যানবাহনের দূষণ পরীক্ষা করার জন্য হাইড্রোজেনে চালিত ট্রাকগুলিও চালু করা হবে।