চেন্নাই, ৬ ডিসেম্বর (হি.স.): ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে প্রথমে গভীর নিম্নচাপ, পরে নিম্নচাপে পরিণত হয়েছে। বৃষ্টির দাপট কমেছে, অথচ এখনও জল থৈথৈ চেন্নাইয়ের নানা প্রান্ত। বুধবার সকালে চেন্নাইয়ের এজিএস কলোনি, ভেলাচেরি প্রভৃতি এলাকায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় পানীয় জল। নৌকায় চলছে যাতায়াত, চেন্নাইয়ের কোথাও কোমর পর্যন্ত জল, কোথাও আবার হাঁটু পর্যন্ত।
চেন্নাইয়ের অরুমবাক্কাম এলাকায় বুধবার সকালেও ছিল জলের তলায়। চেন্নাইয়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালেও দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। কেন্দ্রের কাছে ৫০৬০ কোটি টাকা অর্থ সাহায্য চেয়েছেন স্ট্যালিন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ঘূর্ণিঝড়-এর পরে ক্ষয়ক্ষতির জন্য ৫০৬০ কোটি টাকার ত্রাণ তহবিল চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। রাজ্যে ঘূর্ণিঝড়ের কারণে ক্ষয়ক্ষতি পর্যালোচনা করার জন্য একটি কেন্দ্রীয় দল পাঠানোর জন্যও প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি।