নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া, ৫ ডিসেম্বর : প্রশিক্ষন দিয়ে নির্দিষ্ট ফি না পেয়ে দপ্তরে তালা ঝুলালেন প্রশিক্ষকেরা। যদিও শেষ পর্যন্ত মহকুমা শাসক অফিসের ডিসিএম এসে আলোচনা করে তালা খুলে দিয়েছেন।
ঘটনার বিবরণে প্রকাশ, বর্ডার এলাকার গ্রামগুলিতে বীর শহিদ কান্তি বিরোকা বীর শহিদ উৎসব পালিত হয় গন্ডাছড়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বীর শহিদদের প্রতি শ্রাদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠান পরিচালনার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষক রাখা হয় গন্ডাছড়া মহকুমার তত্ত্ব সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। এই প্রোগ্রাম পরিচালনার জন্য প্রশিক্ষণ দেওয়ার কাজে তাদেরকে নিযোগ করা হয়। প্রশিক্ষন শেষে তাদের পারিশ্রমিক দেওয়া হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু আজ প্রায় পাঁচ মাস হয়েছে বিল দেওয়া হয়নি বলে অভিযোগ। অফিসে আসলে আইসিএ অফিসার ফকির উদ্দিনকে পাওয়া যায় না বলে অভিযোগ জানিয়েছেন প্রশিক্ষকেরা। মোবাইলে ফোন করা হলে কখনো বলেন যে এসডিএম অফিসে জমা দেওয়া হয়েছে, কখনো বলেন যে কাল পেয়ে যাবেন। ঘটনায় রীতিমত বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে প্রশিক্ষকদের। আজ খুব্ধ হয়ে তারা অফিসে তালা ঝুলিয়েছেন। যদিও পরিবর্তীতে ডিসিএম এর হস্তক্ষেপে পরিস্তিতি নিয়ন্ত্রনে আসে।

