নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): সংস্কৃত ভাষা ভারতীয় সংস্কৃতির বাহক, আমাদের দেশের উন্নতির ভীত এবং এই ভাষাই আমাদের পরিচয়। সংস্কৃত ভাষায় হাজার হাজার বছর ধরে চলে আসা জ্ঞান ঐতিহ্যের নিরন্তর প্রবাহ দৃশ্যমান। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার নতুন দিল্লিতে শ্রী লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আলোকিত করেন।
নিজ বক্তৃতায় রাষ্ট্রপতি বলেছেন, “আমাদের এখানে নৈতিকতা, ধর্মীয় আচার-আচরণ, দাতব্য এবং সর্ব-কল্যাণের মতো জীবন মূল্যবোধের ভিত্তিতে শিক্ষাকে অগ্রগতিতে অর্থবহ বলে মনে করা হয়। আমি বিশ্বাস করি, যারা সর্বদা অন্যের কল্যাণে নিযুক্ত থাকে তাদের পক্ষে এই পৃথিবীতে কিছু অর্জন করা কঠিন নয়।” রাষ্ট্রপতি বলেন, সংস্কৃত ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় গুরু বা আচার্যকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। তিনি আস্থা প্রকাশ করেন, শ্রী লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঐতিহ্য অনুসরণ করবে এবং তাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতার সঙ্গে এগিয়ে যাবে এবং, শিক্ষকরাও সারাজীবন শিক্ষার্থীদের আশীর্বাদ ও অনুপ্রাণিত করবেন।