নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.) : তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রেভান্থ রেড্ডি আইনসভা দলের নেতা নির্বাচিত হয়েছেন। তেলেঙ্গানার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন রেভান্থ রেড্ডি। আগামী ৭ ডিসেম্বর তাঁর শপথ নেওয়ার কথা রয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।
তিনি মঙ্গলবার দলের সদর দফতরে একটি সাংবাদিক সম্মেলনে একথা জানান। ভাষণ দিয়ে ভেনুগোপাল বলেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিধায়কদের গৃহীত প্রস্তাবের ভিত্তিতে রেড্ডির নাম ঠিক করেছেন। তিনি আরও বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি একসঙ্গে পূরণ করব।