ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আট জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, বিজ্ঞাপ্তি জারি

আগরতলা, ৫ ডিসেম্বর: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আট জেলাতেই দুয়েকটি স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ মৌসম বিভাগ থেকে বিজ্ঞাপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

প্রসঙ্গত, মিগজাউমের প্রভাব অন্ধ্রপ্রদেশের তুলনায় তামিলনাড়ুতেই বেশি পড়েছে। জলমগ্ন শহরের বহু এলাকা। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বিপযর্স্ত হয়ে পড়েছে তামিলনাড়ু। চেন্নাই ছাড়াও তামিলনাড়ুর অন্যত্র প্রবল বৃষ্টিতে বিপযর্স্ত। ইতিমধ্যে চেন্নাইয়ে আট জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন এলাকার বাড়ির ভিতরেও জল ঢুকে গিয়েছে। 

মিগজাউমের প্রভাব ভারী বর্ষণে ইতিমধ্যেই ভেসে গিয়েছে চেন্নাই। ভারী বৃষ্টিতে কার্যত রাস্তা ঘাট নদীতে পরিণত হয়েছে। বহু যানবাহন জলের তোড়ে ভেসে গিয়েছে। বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক খুঁটি, গাছ এবং দেওয়াল ভেঙে পড়েছে। অবিরাম বর্ষণের কারণে বেশ চেন্নাইয়ের কয়েকটি এলাকায় বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হয়েছে।