কেন্দ্রের উচিত ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে সমস্ত সাহায্য করা : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্রের উচিত ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে সমস্ত সাহায্য করা, মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই মন্তব্য করেন। তিনি ঘূর্ণিঝড় মিগজাউমের ফলে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে সমস্ত সম্ভাব্য সাহায্য প্রদানের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন। মিগজাউমের প্রভাবে ভারী বর্ষণে ইতিমধ্যেই ভেসে গিয়েছে চেন্নাই।

খাড়গে মঙ্গলবার সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে লেখেন যে, “তামিলনাড়ুতে ঘূর্ণিঝড়ের প্রভাব প্রত্যক্ষ করা খুবই বেদনাদায়ক, সেখানে বহু প্রাণ অকালে চলে গিয়েছে।” কংগ্রেস সভাপতি এদিন আরও জানান যে “দুর্যোগের এই সময়ে কেন্দ্রের উচিত ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে সমস্ত সাহায্য করা। যে কোন সংকট এড়াতে আমাদের অবশ্যই একসঙ্গে থাকতে হবে” । জনগণের নিরাপত্তা সর্বাগ্রে এই দাবি করে, তিনি কংগ্রেস কর্মীদেরও অনুরোধ করেন, তাঁরা যেন সকল নাগরিকদের সব ধরনের সাহায্য করেন।