কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিশোধিত পানীয় জল সরবরাহকারী জলের মেশিনের উদ্বোধন হয়েছে আজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর : পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আর্থিক ব্যবস্থাপনায় মোহনপুর মহকুমার গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিশোধিত পানীয় জল সরবরাহকারী জলের মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য।
গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিশোধিত পানীয় জলের সরবরাহকারী মেশিন উদ্বোধন করে তার পরিষেবা নেওয়ার জন্য উপস্থিত রোগীদের প্রতি আহবান করলেন জেলা সভাপতি।

তিনি বলেন ২৪ ঘন্টা বাজার থেকে জল কিনে আনা সম্ভব হয় না রোগীদের পক্ষে। এছাড়াও কখনো গরম আবার কখনো স্বাভাবিক জলের প্রয়োজন হয় রোগী এবং চিকিৎসকদের। এই চাহিদা পূরণ করতেই কাতলামারা এবং গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পানীয় জলের এই ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কাতলামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই প্রকল্পের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন রিনা দেববর্মা স্থানীয় জনপ্রতিনিধি সমেত অন্যান্য নেতৃত্বরা। এদিন দুই হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে মিষ্টি বিতরণের পাশাপাশি রোগীদের খোঁজখবর নিলেন সভাধিপতি হরিদুলাল আচার্য।