Mizoram Assembly Election 2023 : একক সংখ্যাগরিষ্ট হয়ে মিজোরামের মসনদে বসবে জেডপিএম, জয়ী ২৭টি আসনে

আগরতলা, ৪ ডিসেম্বর: মিজোরামে টানা ১০ বছরের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার নেতৃত্বে এমএনএফ সরকারের পতন ঘটেছে। জেডপিএম একক সংখ্যাগরিষ্ট দল হিসেবে মিজোরামের মসনদে বসতে চলেছে। ৪০ আসন বিশিষ্ট মিজোরাম বিধানসভায় জোরাম পিপলস মুভমেন্ট একাই ২৭টি আসন দখল করেছে। এমএনএফের ঝুলিতে মাত্র ১০টি আসন যাচ্ছে।

এই নির্বাচনে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী সহ আরও ৪জন পূর্ণ মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী পরাজিত হয়েছেন। শুধু তাই নয় বিধানসভার উপাধ্যক্ষও পরাজয়ের মুখ দেখেছেন। এই নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে মিজোরামে জেডপিএমের বিপুল জয়ে কংগ্রেসের বড় ভূমিকা রয়েছে। কারণ, জেডপিএম ভোট কাটাকাটির ফসল ঘরে তুলতে সফল হয়েছে।