ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।। সহজ জয় প্রগতি প্লে সেন্টারের। হারিয়েছে কর্নেল চৌমুহনী ক্রিকেট কোচিং সেন্টারকে। তাও নয় উইকেটের বিশাল ব্যবধানে। দেবপ্রিয়, রাহুলদের বোলিংয়ে কর্নেল চৌমুহনী কোচিং সেন্টার এতটাই ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে, টসে জিতে প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়েও মাত্র ৫০ রানের টার্গেট দিয়েই প্রথম ম্যাচে কর্নেল চৌমুহনীকে ক্ষান্ত হতে হয়েছে। জবাবে প্রগতি প্লে সেন্টার ৮.৩ ওভার খেলে ১ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে দেবপ্রিয় দেব তিন রানে চার উইকেট দখল করে ম্যাচের সেরা হয়েছে। এছাড়া, রাহুল মিয়ার ২ উইকেট এবং ব্যাটিং লাইন আপে শ্রেষ্ঠাংশু দেব-এর অপরাজিত ২৩ রান ও আরাধ্য দাসের অপরাজিত ১২ রান উল্লেখ করার মতো। কর্নেল চৌমুহনী কোচিং সেন্টারের তন্ময় সূত্রধর সর্বাধিক ১৩ সংগ্রহ করে অপরাজিত থাকে।
2023-12-04