ঝড়-বৃষ্টিতে চেন্নাইয়ে ভেঙে পড়ল নবনির্মিত দেওয়াল, ঝাড়খণ্ডের দুই শ্রমিকের মৃত্যু

চেন্নাই, ৪ ডিসেম্বর (হি.স.): প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে চেন্নাইয়ে নবনির্মিত দেওয়াল ভেঙে প্রাণ হারালেন দু’জন পরিযায়ী শ্রমিক। মৃত দুই শ্রমিক ঝাড়খণ্ডের বাসিন্দা। দমকা হাওয়া ও প্রবল বৃষ্টিপাতের মধ্যে, সোমবার সকালে চেন্নাইয়ের ইস্ট কোস্টাল রোডের কানাথুর এলাকায় একটি নবনির্মিত দেওয়াল ভেঙে পড়ে। পুলিশ জানিয়েছে, দেওয়াল ভেঙে ৩ জন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে দু’জনকে মৃত ঘোষণা করা হয়। একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতদের বাড়ি ঝাড়খণ্ডে। কানাথুর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।