BRAKING NEWS

আলোচনা সাপেক্ষে টিসিএ-র উদ্ভূত সমস্যার সমাধান হতে পারে : সভাপতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।। এভাবে আর কতদিন। এর একটা বিহিত করা প্রয়োজন। এবারও বার্ষিক আয় ব্যয়-এর হিসেবে টিসিএ-র গভর্নিং বডির সদস্যরা মান্যতা দিলেন না। একদিকে কোষাধ্যক্ষ অনুপস্থিত, অপরদিকে আয়-ব্যয়ের হিসেব-নিকেশ নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনায় গভার্ণিং বডির অধিকাংশ সদস্যরাই অসন্তোষ প্রকাশ করেছেন। আখেরে বাজেট করা যায়নি। একইভাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য “ভোট অন একাউন্টস” পাশ করিয়ে নিতে হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের গভর্নিং বডির বৈঠকের শেষে সভাপতি তপন লোধ মূলতঃ এভাবেই বৈঠকের সিদ্ধান্তক্রম ব্যক্ত করেছেন। মুখ্যত, যথাযথ উপায়ে টিসিএ পরিচালনার জন্য অনতিবিলম্বে গণতান্ত্রিক পদ্ধতিতে পূর্ণাঙ্গ কমিটির গঠন প্রয়োজন। এক্ষেত্রে, নির্বাচন প্রক্রিয়া মূলতঃ প্রযোজ্য। কার্যকরী কমিটির সদস্য সংখ্যা তথা পোর্ট ফোলিও বিসিসিআই -এর গাইডলাইন মেনেই হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন। আয়- ব্যয়ের হিসাব সংক্রান্ত মতানৈক্য এবং অসামঞ্জস্যতার সামগ্রিক বিষয়ের সমাধানের রাস্তা কি হতে পারে বলে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সভাপতি তপন লোধ পুরোপুরি বিষয়টাকে আলোচনার টেবিলে নিয়ে আসা এবং আলোচনার মাধ্যমে প্রকৃত তথ্য সহ সামগ্রিক বিষয়ে স্বচ্ছতার সঙ্গে দিনের আলোতে আনা হলে তা সম্ভবপর হবে। সামগ্রিক বিষয় বিচার বিভাগীয় তদন্তে রয়েছে বলে এই বিষয়ে পুরোপুরি আদালতের নির্দেশের অপেক্ষা করতেই হবে বলে তিনি উল্লেখ করেছেন। এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউজে বিকেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সভাপতির সঙ্গে সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে সহ গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *