নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): মহিলা, যুবক, কৃষক ও দরিদ্রদের ক্ষমতায়নই দেশের উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, “নেতিবাচকতা প্রত্যাখ্যান করেছে দেশ। এটা আমার বিরোধী দলের বন্ধুদের জন্য সুবর্ণ সুযোগ। পরাজয়ের (বিধানসভা নির্বাচনে) ক্ষোভ প্রকাশ করার পরিবর্তে, তাঁদের উচিত এই পরাজয় থেকে শিক্ষা নেওয়া এবং গত ৯ বছর ধরে বিদ্যমান নেতিবাচকতার ধারণা পরিহার করা এবং ইতিবাচকতার সঙ্গে অধিবেশনে যাওয়া। দেশও তাঁদের (বিরোধীদের) প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “যখন সুশাসন থাকে, তখন ক্ষমতাবিরোধী শব্দটি অপ্রাসঙ্গিক হয়ে যায়।” মোদীর কথায়, “যারা জনগণের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, তাঁদের জন্য উৎসাহব্যাঞ্জক বিধানসভা নির্বাচনের ফলাফল।” প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা সকলের সহযোগিতা কামনা করছি। এবারও, প্রক্রিয়াটি হাতে নেওয়া হয়েছে…আমি আমাদের সমস্ত সাংসদদেরও অনুরোধ করছি, জনগণের আকাঙ্ক্ষা এবং উন্নত ভারতের ভীত মজবুত করার জন্য এই গণতন্ত্রের মন্দির অপরিহার্য।” প্রসঙ্গত, সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর, লোকসভার ভিতরে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই বিজেপি সাংসদরা স্লোগান দিতে থাকেন, “তিসরি বার মোদী সরকার” এবং “বার বার মোদী সরকার”।

