মিজোরামে এমএনএফ এবং জেডপিএম-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

আগরতলা, ৪ ডিসেম্বর : মিজোরামে ক্ষমতার পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রাথমিক গণনায় এমএনএফ এবং জেডপিএম-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। বেলা যত গড়াচ্ছে, মুখ্যমন্ত্রীর পদ হারানোর চিন্তা জোরামথাঙ্গা-কে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। এই মুহুর্তে জেডপিএম ১২টি এবং এমএনএফ ৮টি আসনে এগিয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *