সিতাই, ৪ ডিসেম্বর (হি. স.) : ফের কোচবিহারে অবৈধভাবে চাষ করা গাঁজা খেত ধ্বংস করতে অভিযানে নামল পুলিশ। সোমবার জেলার সিতাই ও দিনহাটা থানার পুলিশ দিনহাটা থানার অন্তর্গত পেটলা গ্রাম পঞ্চায়েত এলাকার টাকিমারি ও সিতাই থানার অন্তর্গত ব্রহ্মোত্তরচাতরা গ্রাম পঞ্চায়েত এলাকার নতুনবস গ্রামে গাঁজা খেত ধ্বংস করতে অভিযান চালায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ২২ বিঘা জমির গাঁজা খেত ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে, দিনহাটা থানার পুলিশ এককভাবে গিতালদহ ১ গ্রাম পঞ্চায়েত এলাকার ভোরাম এবং ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বালাবাড়ি গ্রামে বেশকিছু গাঁজা খেত ধ্বংস করে।
উল্লেখ্য, চলতি মরসুমে ইতিমধ্যেই একাধিক ধাপে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় দিনহাটা ও সিতাই থানার পুলিশ অবৈধভাবে চাষ করা গাঁজা খেত ধ্বংস করেছে। দিনহাটা থানার আইসি সুরোজ থাপা ও সিতাই থানার আইসি প্রবীণ প্রধান জানিয়েছেন।