ব্যাটে বলে দুরন্ত মণিশঙ্কর মুড়াসিং বিজয় হাজারেতে মুম্বাই জয় ত্রিপুরার

ত্রিপুরা-‌২৮৮/‌৫

মুম্বাই-‌২১১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর।। মণিশঙ্কর মুড়া সিং এর অলরাউন্ড পারফরম্যান্স। তাতেই দুরন্ত জয় পেলো ত্রিপুরা। জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে। প্রথমে ব্যাট হাতে ঝড়ো অর্ধশতরান করার পর বল হাতে ৪ উইকেট নিয়ে ত্রিপুরাকে আসরের তৃতীয় জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন ত্রিপুরার সহ অধিনায়কটি। ব্যাঙ্গালুরুর কিনি স্পোর্টস এরিনা মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা ভি জে ডি ম্যাথডে ৪৩ রানে জয় পায়। ত্রিপুরার গড়া ২৮৮ রানের জবাবে মুম্বাই যখন ব্যাট করে তখন বৃষ্টি নামে। ফলে ওভার কমিয়ে ৪৩ করা হয়। এবং রান দরকার ছিলো ২৬৫। কিন্তু গ্রুপের শীর্ষে থাকা মুম্বাই ২১১ রান করতে সক্ষম হয়। আসরে ৬ ম্যাচ খেলে ৩ টি ম্যাচে জয় পায় ত্রিপুরা। ৫ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে পুদুচেরীর বিরুদ্ধে। রবিবার সকালে মুম্বাইয়ের অধিনায়ক আজিঙ্ক রাহানে টসে জয়লাভ করে ত্রিপুরাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। শুরু থেকেই বিপক্ষের বোলারদের উপর চড়াও হয় ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। শুরুটা বিক্রম দেবনাথ করলেও শেষটা করেন অলরাউন্ডার মণিশঙ্কর মুড়াসিং। ২২ গজে রীতিমতো ঝড় তুলেন মণিশঙ্কর। মণি-‌র দাপটেই ত্রিপুরা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৮ রান করেন। ত্রিপুরার পক্ষে বিক্রম কুমার দাস ৭৮ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭০, সুদীপ চ্যাটার্জি ৭৮ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৬০, গনেশ সতীশ ৬৯ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৫০, মণিসঙ্কর মুড়াসিং ২৬ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫ (‌অপ:‌) এবং রজত দে ১২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ (‌অপ:‌) রান করেন। মুম্বাইয়ের পক্ষে তুষার দেশপান্ডে ৫৭ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের সাড়াশি আক্রমণে মুম্বাই গুটিয়ে যায় ২১১ রানে। দলের ফ৭ আজিঙ্ক রাহানে ৮৪ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌ ৭৮, জয় বিস্তা ৭০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫২ এবং এস এন খান ২৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। ত্রিপুরার পক্ষে মণিশঙ্কর মুড়াসিং ২৩ রান দিয়ে ৪ টি, পারভেজ সুলতান ২৬ রান দিয়ে ৩ টি এবং অভিজিৎ সরকার ৩২ রান দিয়ে ২ টি উইকেট ধকল করেন। দুরন্ত জয়ে রাজ্যদলের ক্রিকেটারদের অভিনন্দ জানান রাজ্য ক্রিকেট সংস্থার ভারপ্রাপ্ত সচিব জয়ন্ত দে।‌