আগরতলা, ৩ ডিসেম্বর : প্রয়াত হয়েছেন থাঙ্গা ডার্লং। তিনি ছিলেন একজন ভারতীয় লোকসংগীত শিল্পী। তিনি ২০১৯ সালে ত্রিপুরা থেকে পদ্মশ্রী পুরষ্কারে ভূষিত হয়েছিলেন। আজ সকালে তিনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। দীর্ঘদিন যাবৎ বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। আজ সকালে কৈলাসহরে নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। তাঁর প্রয়াণে সাংসদ বিপ্লব কুমার দেব গভীরভাবে শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ১৯২০ সালে ২০ জুলাই কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত মরুই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন থাঙ্গা ডার্লং। লোক সংগীতে তাঁর অবদান এবং ঐতিহ্যবাহী যন্ত্র রাসেম সংরক্ষণ ও প্রচারে কাজের জন্য তিনি পরিচিত ছিলেন। ২০১৯ সালে তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন।
তাছাড়াও তিনি ২০১৪ সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন, যা শিল্পীদের অনুশীলনের জন্য দেওয়া সর্বোচ্চ ভারতীয় স্বীকৃতি। ২০১৫ সালে তিনি একাডেমিক ফেলোশিপ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ২০১৬ সালে রাজ্য-স্তরের ভায়োশ্রেষ্টা সম্মান এবং শতবর্ষ পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। আজ দুপুরে তিনি নিজ বাড়িতেই প্রয়াত হয়েছেন।
তাঁর প্রয়াণে গভীর মর্মাহত হয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি নিজ সামাজিক মাধ্যমে বলেন, লোক সংস্কৃতিতে তাঁর গৌরব-উজ্জ্বল অবদান ত্রিপুরাবাসী, সর্বোপরি সমগ্র দেশ সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন বিপ্লব এবং তাঁর পরিবার, পরিজন ও অগণিত গুনমুগ্ধদের প্রতি সমবেদনা জানিয়েছেন।