মুম্বইয়ের গিরগাঁওয়ের চারতলা বিল্ডিংয়ে আগুন,মৃত্যু দুজনের

মুম্বই, ৩ ডিসেম্বর (হি. স.) : মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের গিরগাঁও চৌপাট্টিতে অবস্থিত একটি চারতলা ভবনে বিধ্বংসী আগুন লাগে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। আগুনে দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বিএমসি (বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন) এক বিবৃতিতে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিএমসি জানিয়েছে, দমকলকর্মীরা তিনজনকে নিরাপদে উদ্ধার করেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বিএমসি জানিয়েছে, মুম্বাইয়ের গিরগাউম চৌপাট্টি এলাকায় গোমতী ভবনে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর ১০টি গাড়ি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, ভবন থেকে দুজনের পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও পুরুষ রয়েছে।