রায়পুর, ৩ ডিসেম্বর (হি. স.) : ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন ২০২৩-এর ভোট গণনা সকাল ৮টা থেকে চলছে। বিজেপি ৯০টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে, যেখানে ক্ষমতাসীন কংগ্রেস পিছিয়ে রয়েছে বলে জানা গেছে।
এদিকে খবর আসছে যে বিজেপি রাজ্যের ইনচার্জ ওম মাথুর, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া, সহ-ইনচার্জ নীতিন নবীন কিছুক্ষণের মধ্যেই রাজধানী রায়পুরে পৌঁছতে চলেছেন। তিন সিনিয়র নেতাই দিল্লি থেকে বিশেষ বিমানে রায়পুরের উদ্দেশে রওনা হয়েছেন। এখনও পর্যন্ত বিজেপি ৫৫টি আসনে এগিয়ে রয়েছে এবং কংগ্রেস ৩২টি আসনে এগিয়ে রয়েছে। তিনজন বিজেপি প্রার্থী নির্বাচনে জয়ী হয়েছেন, যার মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং রাজনন্দগাঁও থেকে জয়ী হয়েছেন, প্রবোধ মিঞ্জ লুন্দ্রা থেকে এবং ইন্দর কুমার সাহু আভানপুর থেকে জয়ী হয়েছেন।