আগরতলা, ৩ ডিসেম্বর: চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের জয়োল্লাসকে ঘিরে ত্রিপুরায় বিজেপি মুখ্য কার্যালয়ের বাইরে গেরুয়া আবির খেলেছেন মুখ্যমন্ত্রী, প্রদেশ বিজেপি সভাপতি, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সহ দলের বিভিন্ন পদাধিকারী ও কর্মীরা। ঢাক ঢোল পিটিয়ে তিন রাজ্যে বিজেপির জয়ের খুশী প্রকাশ করলেন প্রদেশের নেতা কর্মীরা। এদিন তাঁরা বিজয় মিছিলেও সামিল হয়েছেন।
আজ মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিসগড়ে বিধানসভা নির্বাচনের গণনা চলছে। তিন রাজ্যেই বিজেপির ক্ষমতা দখল শুধুই এখন সময়ের অপেক্ষা। মোদী ঝড়ে বিজেপির এই সাফাল্যে স্বাভাবিকভাবেই ত্রিপুরায় দলীয় নেতা কর্মীদের মনোবাল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তাঁরা আত্মবিশ্বাসে আরও ভরপুর হয়ে উঠেছেন।
খুশী প্রকাশে আজ প্রদেশ বিজেপি মুখ্য কার্যালয়ের বাইরে ঝড়ো শত শত কর্মীরা গেরুয়া আবির খেলায় মেতে উঠেছেন। আবির খেলায় তাঁদের সাথে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেবর্বমা সহ অন্যান্যরা। এদিন তাঁরা বিজয় মিছিলেও সামিল হয়েছেন।
এদিন বিজেপির জয় নিয়ে মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, নরেন্দ্র মোদী আসেন তাই সব অসম্ভবই সম্ভব হচ্ছে। তিনি এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ সকল প্রদেশের নেতৃত্ব ও দলের পরিশ্রমী কার্যকতা এবং সকল জনগণদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।