কংগ্রেসের হাত থেকে মরুরাজ্য ছিনিয়ে নিল বিজেপি

জয়পুর, ৩ ডিসেম্বর (হি. স.) রাজস্থানে পাল্টে গেল মসনদ। কংগ্রেসের হাত থেকে মরুরাজ্যের তখত ছিনিয়ে নিল বিজেপি। ২০০ আসনের রাজস্থান বিধানসভায় ভোট হয়েছিল ১৯৯টি আসনে। এর মধ্যে ১১৫টি আসন গেল বিজেপির দখলে।

২০০ আসনের রাজস্থানে ২৫ নভেম্বর ভোট হয়েছে ১৯৯টি বিধানসভা আসনে। কড়া নিরাপত্তায় চলা সেই ভোটের ফলই বেরিয়েছে রবিবার। তাতেই দেখা গেল কংগ্রেসের হাত থেকে রাজস্থানের ক্ষমতা যাচ্ছে বিজেপির কাছে। রাজস্থানে সরকার গড়তে প্রয়োজন ১০১টি আসন। বিজেপি ইতিমধ্যেই জয়ী হয়েছে ১১৫টি আসনে, ৬৯ আসনে জয়ী হয়েছে কংগ্রেস ও বিএসপি ২টি আসন সহ অন্যান্যরা ১৫টি আসনে জয়ী হয়েছে। এই রাজ্যেও পালাবদল নিশ্চিত। হারের মুখ দেখতে চলেছে অশোক গেহলটের সরকার।

এই পরাজয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক গেহলট বলেছেন, ”আমি সবসময়ই বলেছি গণতন্ত্রে জনতার রায় শেষ কথা বলে। জনতার রায়কে আমরা গ্রহণ করছি। আগামীর সরকারের প্রতি আমার শুভকামনা রইল। আমি আশা করব পরবর্তী সরকার জনতার কল্যাণের জন্য কাজ করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *