চেঙ্গালপট্টু, ৩ ডিসেম্বর (হি.স.) : তামিলনাড়ুতে বাস উল্টে খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। ২০ জন যাত্রী আহত হয়েছেন, পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে। শনিবার গভীর রাতে চেন্নাই থেকে কোয়েম্বাটোরের উদ্দেশ্যে ৪৫ জন যাত্রী নিয়ে আসছিল একটি বাস। আচমকাই বাসটি উল্টে চেঙ্গলপাট্টু জেলার কাছে একটি খাদে পড়ে যাওয়ার একজন যাত্রীর মৃত্যু হয়, সেইসঙ্গে বাসে থাকা ২০ জন যাত্রী আহত হন।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম মণিকন্দন, তিনি কন্যাকুমারীর বাসিন্দা ছিলেন। পুলিশ জানায়, চেন্নাই-ত্রিচি জাতীয় সড়কের পাজাভেলি গ্রামের পাশে চেঙ্গলপাট্টু জেলার কাছে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে। চালকের নাম অরুণ কুমার(৩০)। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পাওয়ার পরই চেঙ্গলপাট্টু তালুক পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। পরে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য চেঙ্গলপাট্টু সরকারি হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় সামান্য আহত হওয়া ২০ জনকে চেঙ্গলপাট্টু জেলার নিকটবর্তী হাসপাতালে ভর্তি করার আগে প্রাথমিক চিকিৎসা করা হয়। চেঙ্গলপাট্টু তালুক পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। দুর্ঘটনার পরপরই চেন্নাই-ত্রিচি জাতীয় মহাসড়কের উভয় দিকে প্রবল ট্রাফিক জ্যাম হয়, পরে পুলিশের তৎপরতায় রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

