ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর।। শতদল সংঘের অনূর্ধ্ব ১৩ ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্টের জন্য শতদল সংঘর ক্রিকেট কোচিং সেন্টারের ২০২৩-২৪ মরশুমের জন্য অনূর্ধ্ব ১৩ ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়েছে। দলকে নেতৃত্ব দেবে অঙ্কিত দাস। ডেপুটি হিসেবে থাকবে স্বপ্নদ্বীপ দাস। এছাড়া অন্যান্য ক্রিকেটাররা হলো কর্ণ দাস, অঙ্কন সাহা, ভিধাং কুমার মালু, তনয় দেবনাথ, অর্ঘ্য দাস, অর্পণ দে, অভিজ্ঞান দে, পাপাই দাস, সূর্য কুমার মালু, সুদীপ্ত ঘোষ, বিভাস দাস, শ্রীশান্ত ঘোষ, কোচ রাজু দাস, ম্যানেজার রতন কুমার বণিক। শতদল সংঘের সম্পাদক অধীর দেবনাথ এক বিবৃতিতে সংঘের অনূর্ধ্ব ১৩ ক্রিকেটারদের নাম ঘোষণা করেছেন।
2023-12-02