জয়পুর, ২ ডিসেম্বর (হি.স.): রাজস্থানে বিজেপির জয়ের বিষয়ে পূর্ণ আশা ব্যক্ত করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। একইসঙ্গে কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেছেন, “ভুয়ো প্রতিশ্রুতি ও গ্যারান্টি দেওয়া কংগ্রেসের পুরানো অভ্যাস।” শনিবার সকালে জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “জনগণের অপেক্ষার এবার অবসান ঘটবে, লুটপাটের জন্য পরিচিত রাজস্থানের কংগ্রেস সরকারের হাত থেকে মানুষ মুক্তি পাবে। ভুয়ো প্রতিশ্রুতি ও গ্যারান্টি দেওয়া কংগ্রেসের পুরানো অভ্যাস, রাজস্থানে বিজেপি সরকার গঠন করবে।”
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর জোর দিয়ে বলেছেন, “বিগত পাঁচ বছর ধরে, রাহুল গান্ধী শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন (রাজস্থানে)। আমি শুধু বলতে চাই, কংগ্রেস উন্মোচিত হয়েছে এবং জনগণের ইচ্ছা অনুযায়ী আগামীকাল বিজেপি সরকার গঠন করবে।” উল্লেখ্য, রাজস্থানে আগামীকাল বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ওই দিনই ভোটগণনা হবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামেও।

