ঘন কুয়াশার আস্তরণ উধাও; শীতে কাঁপছে ভূস্বর্গ, কুপওয়ারায় মৃদু তুষারধসের আশঙ্কা

শ্রীনগর, ২ ডিসেম্বর (হি.স.): বৃষ্টি ও তুষারপাতের সৌজন্যে কুয়াশার আবরণ উধাও হয়ে গিয়েছে কাশ্মীর থেকে। তবে, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে ভূস্বর্গে। কাশ্মীরের পাশাপাশি জম্মুর পাহাড়ি এলাকাগুলিতেও ইতিমধ্যেই হালকা, কোথাও ভারী তুষারপাত হয়েছে। তুষারপাতের জেরে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় মৃদু তুষারধসের আশঙ্কার কথা জানানো হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যেই তুষারধসের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি ও তুষারপাতের পর কোথাও কোথাও তাপমাত্রা সামান্য চড়লেও, কনকনে ঠান্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা। শ্রীনগর, গুলমার্গ, পহেলগাম সর্বত্রই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আবার লাদাখের লেহ, কার্গিলেও এখন তুলনামূলক বেশি ঠান্ডা। ডোডা নতুন করে তুষারপাত হয়েছে, রাস্তা থেকে বরফ পরিষ্কারের কাজও শুরু হয়েছে। তুষারপাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাশ্মীরে হাজির হচ্ছেন বহু পর্যটক। পর্যটকদের বেশি আকর্ষণ করছে গুলমার্গ।