প্রভাসপাটন, ২ ডিসেম্বর (হি.স.) : প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব দর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব দর্শন করতে স্ত্রীকে নিয়ে আসেন অমিত শাহ। মহাদেবকে দেখার পর শাহ সোমেশ্বর মহাপুজো, ধ্বজাপুজো ও পাদ পুজো করেন। দেবাধিদেবের চরণে প্রার্থনা জানিয়ে তিনি মানুষের মঙ্গল কামনা করেন।
সোমনাথ মন্দিরে পুরোহিত এবং ঋষিদের শ্লোক পাঠের মধ্যে দিয়ে মহাদেবের কাছে প্রার্থনা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তাঁর স্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবের সামনে গঙ্গার জল অভিষেক করেন। সোমনাথ মন্দিরে ধ্বজারোহণ করেন তিনি। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি মাসের মাসিক শিবরাত্রিতে হোম্যাকটিক লঘুরুদ্র যজ্ঞ করারও সংকল্প করেছেন। মন্ত্রীর সোমনাথ মহাদেব দর্শনের সময় উপস্থিত ছিলেন, সোমনাথ ট্রাস্টের সেক্রেটারি যোগেন্দ্র দেশাই, জেনারেল ম্যানেজার বিজয় সিং চাভদা, কালেক্টর এইচ কে ওয়াধওয়ানিয়া, জেলা উন্নয়ন আধিকারিক রবীন্দ্র খাটালে, জেলা পুলিশ সুপার মনোহরসিংহ জাদেজা, প্রদেশ আধিকারিক কে ভি বাটি, জেলা বিজেপি প্রধান মহেন্দ্র পীঠিয়া, সাধারণ সম্পাদক দিলীপ সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।

