মোরেনা, ২ ডিসেম্বর (হি.স.) : ভগবান শনিদেবের অভিষেক ও পুজার্চনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তার দুই দিনের সফরের দ্বিতীয় দিনে শনিবার তাঁর সহধর্মিণীকে সঙ্গে নিয়ে মধ্য়প্রদেশের আন্টি পর্বতে অবস্থিত ঐতিহাসিক শনি মন্দিরে যান। এদিন তাঁর জন্মদিন উপলক্ষে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে ভগবান শনিদেবের পূর্ণাভিষেক এবং তাঁর পুজো করেন। জন্মদিন উপলক্ষে তিনি ত্রেতাযুগিন শনি মন্দির চত্বরে নির্মিত হনুমানজি মন্দিরসহ সকল মন্দিরে প্রণাম করে সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।
শনিবার সকালে মোরেনার আন্টি পাহাড়ে অবস্থিত শনিধামে যান বিজেপি সভাপতি নাড্ডা। তারসঙ্গে ছিলেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র, গোয়ালিয়রের মহারানি, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার স্ত্রী প্রিয়দর্শিনী রাজে সিন্ধিয়া এবং বিজেপির রাজ্য মিডিয়া প্রধান আশিস আগরওয়াল। বিজেপি সভাপতি গোয়ালিয়র থেকে সড়কপথে শনিধামে পৌঁছন। মন্দিরের প্রধান ফটকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর তাঁকে অভ্যর্থনা জানান। মোরেনার বিজেপি প্রার্থী রঘুরাজ সিং কানশানা এবং দলের অন্যান্য আধিকারিকরা তাঁকে এদিন স্বাগত জানান। কেন্দ্রীয় মন্ত্রী তোমর বিজেপির জাতীয় সভাপতিকে শনিদেবের মহিমার কথা জানান। সিন্ধিয়া প্রাসাদের রাজগুরু পণ্ডিত চন্দ্রকান্ত শন্ডে সম্পূর্ণ আচার-অনুষ্ঠানের সঙ্গে ভগবান শনিদেবের পুজো করেন।

