নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.) : ৩ ডিসেম্বর রায়পুর সফরে যাবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর। ৩ ডিসেম্বর, রবিবার ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে যাওয়ার পরিকল্পনা রয়েছে জগদীপ ধনখরের। এই সফরকালে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর রায়পুরের হিদায়াতুল্লাহ ন্যাশনাল ল ইউনিভার্সিটি (এইচএনএলইউ)-র ছাত্র ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন। বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করবেন উপরাষ্ট্রপতি। এছাড়াও এই সফরে থাকাকালীন উপরাষ্ট্রপতির ছত্তিশগড়ের রাজভবনে যাওয়ারও কথা রয়েছে।
2023-12-01

