শ্রীনগর, ১ ডিসেম্বর (হি.স.): দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় সুরক্ষা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিকেশ হয়েছে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের এক সন্ত্রাসবাদী। বৃহস্পতিবার রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার আরিহাল এলাকায় সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলে। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, পিঞ্জুরা শোপিয়ানের বাসিন্দা মহম্মদ আইয়ুব আলির ছেলে কিফায়াত আইয়ুব আলি নামে এক লস্কর জঙ্গি এনকাউন্টারে নিহত হয়েছে।
এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল, দু’টি গ্রেনেড, দু’টি ম্যাগাজিন ও চারটি গুলি। পুলিশ জানিয়েছে, গত ৪ অক্টোবর লস্কর জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল আইয়ুব। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আরিহাল এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। চারিদিক থেকে ঘিরে ফেলা হয় ওই এলাকা। এনকাউন্টার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই জঙ্গির মৃত্যু হয়েছে।