হায়দরাবাদ, ৩০ নভেম্বর (হি.স.): ভোটদানে রাজনীতিবিদদের জবাবদিহিতা বাড়বে, প্রথমবারের ভোটারদের অনেক বড় দায়িত্ব। বৃহস্পতিবার তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে নিজ ভোট দেওয়ার পর বললেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন-এর সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। এদিন সকালে হায়দরাবাদের একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন ওয়াইসি।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “আমি তেলেঙ্গানার জনগণকে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করার জন্য আহ্বান জানাই। শহুরে এলাকায় বসবাসকারীরা এই দিনটিকে ছুটির দিন হিসেবে ভাববেন না, ভোট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ভোট দিলে রাজনীতিবিদদের জবাবদিহিতাও বাড়বে। প্রথমবারের মতো ভোটারদের বড় দায়িত্ব পালন করতে হবে।”

