ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর।। এবারের ক্রিকেট মরশুমটা ত্রিপুরার জন্য অপয়া ঠেকছে। ট্র্যাডিশনাল লাস্ট বয়-এর তকমাটা কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যকে। যেখানেই যাচ্ছে, যে-কোনও বিভাগেই খেলছে, ত্রিপুরার অবস্থান তলানীতেই ঠেকছে। কি করে এর উত্তরন ঘটানো যায় তা নিয়ে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কর্তা ব্যক্তিরা সুলুক সন্ধান করছেন ঠিকই, কিন্তু সাফল্য অধরাই থেকে যাচ্ছে। ত্রিপুরার অনূর্ধ্ব ১৬ ক্রিকেটাররা এখন আসামের শহর মঙ্গলদৈ-এ। সোমবারে রাজ্যের ক্রিকেটাররা গুয়াহাটিতে পৌছে কোচের তত্ত্বাবধানে ২ দিন ধরে প্রয়োজনীয় প্র্যাকটিস করে নিয়েছে। বাসে চড়ে ক্রিকেটাররা আজ প্রতিযোগিতা স্থলে পৌঁছে বিকেলে হালকা প্র্যাকটিস করে নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছে। বিজয় মার্চেন্ট ট্রফিতে ত্রিপুরার প্রথম ম্যাচ তামিলনাড়ুর বিরুদ্ধে। খেলা মঙ্গলদৈ স্পোর্টস এসোসিয়েশন স্টেডিয়ামে। আগামীকাল থেকে শুরু, তিন দিনের ম্যাচ। ৩ ডিসেম্বর পর্যন্ত। গ্রুপে কিন্তু প্রথম সারির আরও চারটি দল রয়েছে। সেগুলো হলো মুম্বাই, বিদর্ভ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ। ১ ডিসেম্বর থেকে গুয়াহাটির জাগি রোডে আইকন ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অন্ধ্র খেলবে মুম্বাইয়ের বিরুদ্ধে। একই সময়ে গুয়াহাটির আমিন গাঁও ক্রিকেট গ্রাউন্ডে উড়িষ্যা খেলবে বিদর্ভের বিরুদ্ধে। ৬ থেকে ৮ ডিসেম্বর ত্রিপুরার দ্বিতীয় ম্যাচ উড়িষ্যার বিরুদ্ধে। ১১ থেকে ১৩ ডিসেম্বর তৃতীয় ম্যাচ বিদর্ভের বিরুদ্ধে। ১৬ থেকে ১৮ ডিসেম্বর অন্ধ্রের বিরুদ্ধে এবং ২১ থেকে ২৩ ডিসেম্বর গ্রুপ লিগে শেষ ম্যাচ মুম্বাই এর বিরুদ্ধে। প্রথম তিনটি ম্যাচের জন্য রাজ্য দলের খেলোয়াড়রা হলো: দেবজ্যোতি পাল (অধিনায়ক), রিয়াদ হোসেন (সহ অধিনায়ক), শঙ্খনীল সেনগুপ্ত, অভ্রজিত দাস, সোমরাজ দে, ময়ূখ চক্রবর্তী, অয়ন রায়, উজ্জয়ন বর্মন, আফতাব চৌধুরী, জয়দীপ দত্ত, আকাশ সরকার, দ্বীপ দেব, অরিফ মিয়া, সাগর দেবনাথ, আয়ুষ মানিক দেবনাথ, সুজিত ঋষি দাস, নীল দেববর্মা, সোম্রাংশু পাল, অর্ক জিৎ সাহা, সুব্রত চক্রবর্তী, মাহিন চৌধুরী, নীতিশ কুমার সাহানি, কিষান সরকার।
2023-11-30

