ভাগ্যপরীক্ষা হচ্ছে ২,২৯০ জন প্রার্থীর, আঁটোসাঁটো নিরাপত্তা

হায়দরাবাদ, ৩০ নভেম্বর (হি.স.): তেলেঙ্গানায় শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত। তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার ২,২৯০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে, এর মধ্যে ২২১ জন মহিলা প্রার্থী। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন-ভারত রাষ্ট্র সমিতির প্রধান তথা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, তাঁর মন্ত্রী-পুত্র কে টি রামা রাও এবং বিজেপির লোকসভার সাংসদ বান্দি সঞ্জয় কুমার, ডি অরবিন্দ এবং সোয়াম বাপুরাও প্রমুখ। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সুনিশ্চিত করতে যাবতীয় বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী কেসিআর দু”টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যথাক্রমে গাজওয়েল এবং কামারেড্ডি। গাজওয়েল আসনে বিজেপি প্রার্থী করেছে ইটালা রাজেন্দরকে। তেলেঙ্গানায় এবার লড়াই হচ্ছে মূলত ত্রিমুখী, ক্ষমতাসীন বিআরএস-কে জোরদার টক্কর দিতে প্রস্তুত বিজেপি ও কংগ্রেস। তেলেঙ্গানায় মোট ভোটদাতার সংখ্যা ৩ কোটি ২৬ লক্ষের বেশি। ৩৫ হাজার ৬৫৫টি ভোটকেন্দ্রে ৩ কোটি ২৬ লক্ষের বেশি ভোটদাতা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে ১২ হাজারের অধিক ভোটকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

২০১৮ সালের সর্বশেষে বিধানসভা নির্বাচনে, ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস), যা আগে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) নামে পরিচিত ছিল, ১১৯টি আসনের মধ্যে ৮৮টি আসনে জয়লাভ করেছিল, মোট ভোটের হার ছিল ৪৭.৪ শতাংশ। কংগ্রেস মাত্র ১৯টি আসন জিতে দ্বিতীয় স্থান দখল করেছিল।

ভোটদানকে ঘিরে সকাল থেকেই সাধারণ মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। সকাল সকাল ভোট দেন কেন্দ্রীয় মন্ত্রী ও তেলেঙ্গানার বিজেপি সভাপতি জি কিশান রেড্ডি। ভোট দিয়েছেন বিআরএস এমএলসি কে কবিতাও। সকালেই ভোট দিয়েছেন তামিল অভিনেতা আল্লু অর্জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *