করিমগঞ্জ (অসম), ৩০ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জে এনডিপিএস মামলায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে দশ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে একলাখ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের দণ্ড দেওয়া হয়েছে । আজ বুধবার জেলা ন্যায় দণ্ডাদিশের আদালতের বিচারক রুদ্ধদ্বার কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনের কারাদন্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ।
আদালত সূত্রে জানা যায় যে, এন ডি পি এস আইনের অধীনে বদরপুর থানার আদালতে চলতি মোকৰ্দমা শুনানিতে জিলা সেশন জাজ রোশন আরা রহমান এই রায়য়দান করেন । জানা যায় যে, গত বছর ১৫/০১/২০২৩ তারিখে বদরপুর থানা পুলিশে লাভ করা তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে ৩৪ প্যাকেটে ৭২.৬৭১ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয় । পাশাপাশি পশ্চিমবঙ্গের বাসিন্দা রাকেশ দাস, শুক্লা সাহা, শুভঙ্কর দাস, মায়া সাহা এবং তপস্যা সাহা নামের পাঁচ পাচারকারীকে আটক করে পুলিশ । মাদক নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা করে পুলিশ। এরপর গ্রেফতার করে আদালতে হাজির করা হলে আদালতে নির্দেশে তাদের ঠাঁই হয় লাল ঘরে ।
এদিকে মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বদরপুর থানার তদন্তকারী অফিসার । পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ড্ৰাগস এণ্ড নারকোটীক ডিভিস, ডিরেক্টর অফ ফরেন্সিক সাইন্স, কাহিলীপারা থেকে বাজেয়াপ্ত করা মাদক সামগ্ৰী গুলি গাঞ্জা বলে প্ৰমাণ করিয়ে নিয়ে আসা হয় এবং সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বহিঃরাজ্যের পাঁচ আসামিকে সশ্রম কারাদণ্ড দেয় আদালত ।
আজ বুধবার জেলা আদালতে দাঁড়িয়ে মামলার সরকার পক্ষের আইনজীবী জানান, করিমগঞ্জ বা আদালতের ইতিহাসে এই ধরনের দ্বিতীয় ঘটনা । গত ২২ নভেম্বর একই ভাবে রায়দান করা হয়েছে । এতে তিনজনের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে আর বুধবারের অন্য একটি এনডিপিডিএস মোকদম্মার চূড়ান্ত রায়দানে পাঁচজনের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে ।