সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ নভেম্বর : সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। আজ মান্দাই ব্লকের লক্ষ্মীপুর ভিলেজে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাপ্রাপ্তদের সাথে ভিডিও সম্প্রচার অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।

বিকশিত ভারত সংকল্প যাত্রার ১৫ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নয়াদিল্লি থেকে দেশের বিভিন্ন প্রান্তের সংকল্প যাত্রার সুবিধাপ্রাপ্তদের সাথে ভিডিও কনফারেন্সিংয়ে সরাসরি মতবিনিময় করেন। রাজ্যের মান্দাই ব্লকের লক্ষ্মীপুর ভিলেজে এই অনুষ্ঠান ভিডিও কনফারেন্সিংয়ে সরাসরি সম্প্রচার করা হয়। লক্ষ্মীপুর ভিলেজে ভিডিও সম্প্রচার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। বিকশিত ভারত সংকল্প যাত্রার ১৫ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি প্রকল্পে দেশব্যাপী জনঔষধি কেন্দ্রের সংখ্যা ১০ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার পর্যন্ত করার প্রকল্পের শুভারম্ভ, এমস দেওঘরের ১০ হাজারতম জনঔষধি কেন্দ্রের লোকার্পণ এবং মহিলা ও স্বসহায়ক দলগুলিকে রোজগারে সহায়তার জন্য দেশব্যাপী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র খোলার কর্মসূচির উদ্বোধন করেন।

বিকশিত ভারত সংকল্প যাত্রার ১৫ দিন পূর্তি উপলক্ষে নয়াদিল্লির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, এই কর্মসূচিতে এখন পর্যন্ত দেশের ১২ হাজার গ্রামে ভ্রাম্যমান প্রচার গাড়ি পৌঁছে গিয়েছে। এরফলে প্রায় ৩০ লক্ষ জনগণ আগামীদিনে উপকৃত হবেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। এই কাজে সকলস্তরের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে। প্রান্তিক জনপদের যাদের কাছে এখনও সরকারি প্রকল্প ও পরিষেবার সুযোগ পৌঁছায়নি তাদের চিহ্নিত করে সুবিধা প্রদানের লক্ষ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, গত ১৫ নভেম্বর থেকে এই কর্মসূচির সাথে সাথে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা প্রদানের জন্য শুরু হয়েছে প্রতি ঘরে সুশাসন ২.০ অভিযান। এই দুই কর্মসূচি ১০০ শতাংশ সাফল্যের লক্ষ্যে রাজ্যের ৮ জেলার দায়িত্ব মন্ত্রিসভার সদস্যদের দেওয়া হয়েছে।